চট্টগ্রামে আরও ১৭ জনের মৃত্যু, শনাক্ত ৯১৫

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৯ জুলাই, ২০২১ at ৫:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। আগের দিন মঙ্গলবার রেকর্ড ১৮ জনের মৃত্যু হয়। এর আগে গত ১৯ জুলাই চট্টগ্রামে ১৫ জনের মৃত্যু হয়। এ নিয়ে চলতি মাসের ২৭ দিনে করোনায় ২২৫ জনের মৃত্যু হলো। নতুন ১৭ মৃত্যুর মধ্যে নগরীর ৭ জন ও উপজেলার ১০ জন। চট্টগ্রামে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৯৩২ জনে। এর মধ্যে ৫৬১ জন নগরের ও ৩৭১ জন উপজেলার বাসিন্দা। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় নতুন করে আরও ৯১৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে ২ হাজার ৭৯২টি। এর আগের দিন মঙ্গলবার ১ হাজার ৩১০ জনের পজিটিভ শনাক্ত হয়। গত বছরের ৩ এপ্রিল থেকে নমুনা পরীক্ষা শুরুর পর থেকে শনাক্তের হিসেবে চট্টগ্রামে এক দিনে এটি সর্বোচ্চ সংখ্যা ছিল। এর আগে গত ১৪ জুলাই এক দিনে সর্বাধিক ১ হাজার ৩ জন শনাক্ত হয়েছিল। ওইদিন নমুনা পরীক্ষা হয়েছিল ২ হাজার ৮৭৯টি। নতুন শনাক্তদের মধ্যে নগরীর বাসিন্দা ৬৪১ জন ও উপজেলার ২৭৪ জন। জেলায় এ পর্যন্ত শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ হাজার ৪৩৬ জন। এর মধ্যে নগরীর ৫৮ হাজার ৯৬৪ জন ও উপজেলার ১৯ হাজার ৪৭২ জন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, করোনায় এ পর্যন্ত মৃত্যুবরণ করা ৯৩২ জনের মধ্যে ৫১৮ জনের বয়স ষাটের উপরে। ২২১ জন নিয়ে এর পরের অবস্থানে রয়েছে ৫১ থেকে ষাট বছর বয়সীরা। ১২০ জন রয়েছে ৪১ থেকে ৫০ বছর বয়সী। ৩১ থেকে ৪০ বছর বয়সী ৪৩ জন। ২১ থেকে ৩০ বছর বয়সী রয়েছে ১৭ জন। ৯ জন রয়েছে ১১ থেকে ২০ বয়সী এবং ৪ জন রয়েছে শূন্য থেকে ১০ বছর বয়সী।
উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ আনোয়ারায় ৬৭ জন, বোয়ালখালীতে ৬৫ জন, হাটহাজারীতে ৫৯ জন, পটিয়ায় ৫৭ জন, রাউজানে ৫৪ জন, রাঙ্গুনিয়ায় ৪৪ জন, ফটিকছড়িতে ৩০ জন, সীতাকুণ্ড ও সন্দ্বীপে ২৩ জন করে, বাঁশখালীতে ২১ জন, সাতকানিয়ায় ১৮ জন, মীরসরাইয়ে ১২ জন, চন্দনাইশ ও লোহাগাড়ায় ২ জন করে রয়েছেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গতকাল আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধসর্বোচ্চ শনাক্তের দিনে মৃত্যু ছাড়াল ২০ হাজার
পরবর্তী নিবন্ধচমেকের ৫০ চিকিৎসককে বিভিন্ন হাসপাতালে পদায়ন