চট্টগ্রামে আরও ১৬ জন ডেঙ্গু আক্রান্ত

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৮ জুলাই, ২০২৪ at ১০:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গতকাল শনিবার আরও ১৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৬১ জন। এছাড়া চলতি জুলাই মাসে আক্রান্ত হয়েছেন ১৬৩ জন। গতকাল চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১১ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে, ৩ জন আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে এবং ২ জন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ভর্তি আছেন। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩ জনের।

পূর্ববর্তী নিবন্ধসব শিল্প কারখানার উৎপাদন অব্যাহত রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ
পরবর্তী নিবন্ধজোয়ার ভাটার সময়সূচি