চট্টগ্রামে আরও দুইজনের মৃত্যু

নতুন শনাক্ত ১৬৯

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৮ জুন, ২০২১ at ৫:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন নগরীর ও একজন উপজেলার বাসিন্দা। গত বছরের ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত চট্টগ্রামে ৬৫০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নগরীর বাসিন্দা ৪৫৫ জন ও উপজেলার ১৯৫ জন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭০ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ১৬৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। যার মধ্যে ১১৭ জন নগরীর ও উপজেলার ৫২ জন। গত ২৪ ঘণ্টায় উপজেলা ভিত্তিক পজিটিভ তালিকায় শীর্ষে রয়েছে হাটহাজারী। এ উপজেলায় ১১ জন আক্রান্ত হয়েছেন। এর পরে ১০ জন নিয়ে দ্বিতীয় স্থানে সীতাকুণ্ড। রাউজানে ৯ জন, বোয়ালখালীতে ৮ জন, মীরসরাই ও ফকিছড়িতে ৫ জন করে, বাঁশখালীতে ২ জন, পটিয়া ও রাঙ্গুনিয়ায় ১ জন করে পজিটিভ শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্রে আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৯৬ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ১৭ জন ও উপজেলার ১৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। বিআইটিআইড চট্টগ্রামে ৪৮৫টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ১৩ জন ও উপজেলার ১৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটিতে ১৪২ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ১৭ জন ও উপজেলার ১০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ৮ টি নমুনা পরীক্ষা হয়। তবে একজনেরও পজিটিভ শনাক্ত হয়নি। ইমপেরিয়াল হাসপাতালে ৬১টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ১৮ জন ও উপজেলার ১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। শেভরণে ২৩৯টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ১৯ জন ও উপজেলার ৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩৪টি নমুনা পরীক্ষা হয়।
এর মধ্যে নগরীর ৩ জন ও উপজেলার ১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। আরটিআরএল’এতে ৩৪টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। ইপিক হেলথ কেয়ারে ৪৭ টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে নগরীর ১৭ জন ও উপজেলার ১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গতকাল বৃহস্পতিবার আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধচাঁদা না দেওয়ায় হকার অপহরণ গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধকঠোর বার্তা নিয়ে আসছেন আ. লীগের কেন্দ্রীয় নেতারা