চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জন নগরীর ও ২ জন উপজেলার বাসিন্দা। গত বছরের ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত চট্টগ্রামে করোনায় মোট ৫৫৫ জন মারা গেছেন। এর মধ্যে মহানগরীর ৪১০ জন ও জেলার ১৪৫ জন। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৯৩৬টি নমুনা পরীক্ষা হয়েছে। করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩৬ জন। এর মধ্যে ১০১ জন নগরীর ও ৩৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। তথ্য মতে, চট্টগ্রামে এ পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িযেছে ৫১ হাজার ১৯ জনে। এর মধ্যে মহানগরীর ৪০ হাজার ৮৫৬ জন ও বিভিন্ন জেলার ১০ হাজার ১৬৩ জন।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৪ লাখ ৪৩ হাজার ৪০০টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ হয়েছে ৫১ হাজার ১৯ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৬২ জন। এর মধ্যে হাসপাতাল থেকে সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ২০৬ জন। অন্যদিকে বাড়িতে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৩১ হাজার ৮৫৬ জন।
সিভিল সার্জন অফিস জানায়, এখন পর্যন্ত বয়সভিত্তিক হিসেবে দশ বছরের কম বয়সী শিশুরাই করোনায় সবচেয়ে কম আক্রান্ত হচ্ছেন। আর ৩১ থেকে ৪০ বছর বয়সীরাই সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। দশ বছরের কম বয়সীরা ২.৪৯ শতাংশ, ১১ থেকে ২০ বছর বয়সীরা ৭.১২ শতাংশ, ২১ থেকে ৩০ বছর বয়সীরা ১৯.৬১ শতাংশ, ৩১ থেকে ৪০ বছর বয়সীরা ২৩.৫৬ শতাংশ, ৪১ থেকে ৫০ বছর বয়সীরা ১৮.৪০ শতাংশ, ৫১ থেকে ৬০ বছর বয়সীরা ১৫.২২ শতাংশ ও ৬০ থেকে ঊর্ধ্বের বয়সীরা ১৩.৫৬ শতাংশ হারে আক্রান্ত হচ্ছেন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গতকাল আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।