চট্টগ্রামে নতুন করে আরও তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭৪ জন। অন্যদিকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ জনের। তবে গতকাল কেউ মারা যাননি। গতকাল চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্যমতে, চট্টগ্রামের ছয়টি হাসপাতাল ও ল্যাবে ৭০ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে দুটি হাসপাতাল ও ল্যাবে তিন জনের শরীরে করোনা শনাক্ত হয়। নগরীর শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ১১ জনের পরীক্ষায় ২ জন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে সাত জনের পরীক্ষায় একজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। আক্রান্ত তিন জনের মধ্যে সবাই নগরীর বাসিন্দা।