চট্টগ্রামে আরও তিন জনের করোনা শনাক্ত

আজাদী প্রতিবেদন | শনিবার , ৫ জুলাই, ২০২৫ at ৬:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে নতুন করে আরও তিন জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭৪ জন। অন্যদিকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ জনের। তবে গতকাল কেউ মারা যাননি। গতকাল চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনের তথ্যমতে, চট্টগ্রামের ছয়টি হাসপাতাল ও ল্যাবে ৭০ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে দুটি হাসপাতাল ও ল্যাবে তিন জনের শরীরে করোনা শনাক্ত হয়। নগরীর শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ১১ জনের পরীক্ষায় ২ জন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে সাত জনের পরীক্ষায় একজনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। আক্রান্ত তিন জনের মধ্যে সবাই নগরীর বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধআজ মতিউর রহমান শাহ’র অর্ধবার্ষিকী ওরস
পরবর্তী নিবন্ধপতেঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল