চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত আরো এক রোগীর মৃত্যু হয়েছে। রেসি বিশ্বাস (২৬) নামে ওই রোগী গত ২১ অক্টোবর নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে মারা যান। এ নিয়ে চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্ত ১৩ জনের মৃত্যু হলো চট্টগ্রামে।
সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া আজাদীকে বলেন, ডেঙ্গু আক্রান্ত ওই রোগী ১৯ অক্টোবর মা ও শিশু হাসপাতালে ভর্তি হয়। ২১ অক্টোবর ওই রোগীর মৃত্যু হয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, শেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৯০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৯১৩ জনে দাঁড়িয়েছে।