চট্টগ্রামে আরও একটি স্কুল সরকারি হলো

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ জুলাই, ২০২৫ at ১১:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আরও একটি উচ্চ বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। বিদ্যালয়টি হলো চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়। গতকাল মঙ্গলবার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এর আগে গত ৯ মার্চ চট্টগ্রাম নগরের পাঁচলাইশের আমিন জুট মিলস উচ্চ বিদ্যালয় সরকারি করা হয়।

জানা গেছে, এ নিয়ে চট্টগ্রামে উপজেলা ও নগরে মোট সরকারি স্কুলের সংখ্যা দাঁড়ালো ২৮টি। এছাড়া চলতি বছর সারাদেশে এখন পর্যন্ত ১১টি স্কুল সরকারি করা হয়েছে। সেই হিসাবে দেশে মোট সরকারি স্কুলের সংখ্যা দাঁড়াল ৬৯১টিতে।

উপসচিব মোছা. রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, প্রচলিত বিধিবিধানের আলোকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সবুজ শিক্ষায়তন উচ্চ বিদ্যালয়ের শিক্ষককর্মচারীদের আত্তীকরণ করা হবে এবং আত্তীকৃত শিক্ষককর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে সড়কের পরিমাণ কম, বড় অংশ দখলে
পরবর্তী নিবন্ধব্যবসায়ীর বস্তাবন্দি দ্বিখণ্ডিত লাশ উদ্ধার