বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে ম্যাচকে সামনে রেখে আফগানিস্তান ক্রিকেট দল চট্টগ্রাম এসে পৌঁছেছে। গতকাল দুপুরে তারা চট্টগ্রাম আসে। এর আগে আফগান দল সিলেটে ক্যাম্প করেছে। পাকিস্তান সুপার লিগ খেলে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা আফগান তিন ক্রিকেটার রশিদ খান, মোহাম্মদ নবী ও রহমতউল্লাহ গুরবাজের। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজে অংশ নিতে বাংলাদেশ দল আজ রোববার সকাল ৮টার ফ্লাইটে চট্টগ্রাম আসছে। ২১ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামে বাংলাদেশ দলের অনুশীলন করার কথা রয়েছে। এদিকে গতকাল শনিবার সকালে ঢাকা এসে পৌঁছেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। একদিন আগেই স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ঢাকায় পৌঁছান। ওয়ানডে দলে ডাক পাওয়া ক্রিকেটার ও কোচিং স্টাফদের গতকাল শনিবার কোভিড পরীক্ষা হয়েছে। তারপরই সবাই জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন। কয়েকদিন আগে কোভিড পজিটিভ হওয়া ব্যাটিং কোচ সিডন্স নেগেটিভ রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে যোগ দেবেন দলের সঙ্গে। আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ-আফগানিস্তান। ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে হলে এই লিগের পয়েন্ট তালিকার শীর্ষ আটে থাকতে হবে। এজন্য আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দুই দলের জন্যই অনেক গুরুত্বপূর্ণ। ওয়ানডে সুপার লিগে ভালো অবস্থায় আছে দুই দলই। ১২ ম্যাচে ৮ জয়ে ৮০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বাংলাদেশ। অন্যদিকে আফগানিস্তানের ৬ ম্যাচে জয় ৬টিতেই। ৬০ পয়েন্ট নিয়ে আফগানরা তালিকার পঞ্চম স্থানে। দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এই ভেন্যুতে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। চট্টগ্রাম থেকে দুই দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় যাবে। হোম অব ক্রিকেটে ৩ ও ৫ মার্চ হবে কুড়ি ওভারের ম্যাচ। ওয়ানডে ম্যাচ শুরু সকাল ১১টায়। আর টি-টোয়েন্টি বিকাল ৩টা থেকে।