চট্টগ্রামে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন

| রবিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৩৬ পূর্বাহ্ণ

চান্দগাঁও খাজা রোড খালাসী পুকুর পাড় এলাকায় গত ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ৯ম আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন। এতে মিশর, তানজানিয়া ও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ক্বারিবৃন্দ ক্বেরাত পরিবেশন করেন। হাজী হামিদুল্লাহ জামে মসজিদ কমিটি, মুসল্লী পরিষদ ও আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন সংস্থার তত্ত্বাবধানে মাওলানা নোমান সালেহের সভাপতিত্বে ও মাওলানা আনোয়ার হোসাইন রাব্বানীর পরিচালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মিশরের ক্বারী শাইখ মুহাম্মদ আহমদ আবদুল হাফিজ আদ দুরানকি, তানজানিয়ার ক্বারী ঈদী শাবান, ইরানের ক্বারী শাইখ সৈয়দসাদেক মুসল্লামি, তানজানিয়ার শাইখ আহমেদ, ইন্দোনেশিয়ার শাইখ সবরুদ্দীনসহ বিভিন্ন দেশের শীর্ষ ক্বারীরা সম্মেলনে ক্বেরাত পরিবেশন করেন।

কোরআন তেলাওয়াত করেন ক্বারী ফয়েজ উল্লাহ হেলালী, ক্বারী আনোয়ার, ক্বারী আতাউল্লাহ আজাদী, ক্বারী ইসমাঈল, ক্বারী হিজবুল্লাহ আল মুজাহিদ, ক্বারী আবদুর রশিদ, ক্বারী আব্বাস, ক্বারী ওমর ফারুক প্রমুখ।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা নোমান সালেহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুল হুদা, লুৎফর রহমান লিটন, মিজানুর রহমান চৌধুরী, মোহাম্মদ হোসেন, খোরশেদ আলম, মো. ইয়াছিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রগতিশীল নাগরিক সমাজের আলোচনা সভা
পরবর্তী নিবন্ধমহাসড়ক থেকে ২২সিএনজি ও ব্যাটারি রিকশা জব্দ