চট্টগ্রামে আধুনিক আবাসনের নতুন ঠিকানা : ‘এপিক জামান এলানজা’

| মঙ্গলবার , ৩১ ডিসেম্বর, ২০২৪ at ১১:১২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর প্রাণকেন্দ্র মেহেদীবাগে এপিক প্রপার্টিজের বহুল প্রতীক্ষিত আবাসন প্রকল্প ‘এপিক জামান এলানজা’-এর নির্মাণ কাজের সূচনা হয়েছে।

গতকাল এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রকল্প প্রাঙ্গণে ‘গ্রাউন্ড ব্রেকিং প্রোগ্রাম’-এর মাধ্যমে নির্মাণ কাজ উদ্বোধন করেন এপিক প্রপার্টিজের চেয়ারম্যান প্রকৌশলী এস এম লোকমান কবির এবং ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস এম আবু সুফিয়ান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি মালিক রোকেয়া জামান ও এপিক প্রপার্টিজের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এপিকের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এস এম আবু সুফিয়ান বলেন, “নগরীর কেন্দ্রস্থলে অবস্থিত এই প্রকল্পে অত্যাধুনিক সুযোগ-সুবিধার সমন্বয় করা হয়েছে। ১০ তলা বিশিষ্ট এই আবাসিক ভবনে থাকবে ১৮টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, যার প্রতিটির আয়তন হবে ১৯৫০ থেকে ২০২০ স্কয়ার ফিট। এখানে যেমন একাধিক পরিবার বসবাসের সুযোগ পাবেন, তেমনই তাদের উন্নত জীবনধারার জন্য থাকছে সবুজের সমারোহ, পর্যাপ্ত আলো-বাতাসের ব্যবস্থা এবং একটি আধুনিক কমিউনিটি হল।”

তিনি আরও জানান, “আবাসন প্রকল্পটির নির্মাণ কাজ ২০২৭ সালের মধ্যেই সম্পন্ন হবে। আমরা সবসময়ই উন্নত নির্মাণশৈলী এবং গ্রাহকের সন্তুষ্টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকি। এই প্রকল্পও তার ব্যতিক্রম হবে না।”

এছাড়া অনুষ্ঠানে আগত অন্যান্য অতিথিরা ‘এপিক জামান এলানজা’ প্রকল্পটি সৃজনশীল ডিজাইন এবং আধুনিক স্থাপত্যশৈলীর সমন্বয়ে চট্টগ্রামের বাসিন্দাদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধজরুরি ভিত্তিতে মিঠাছড়া খাল পুনঃখনন করা দরকার-মীর হেলাল
পরবর্তী নিবন্ধ১০ বছর ধরে আত্মগোপনে থাকা ফয়েজ র‍্যাবের হাতে গ্রেফতার