চট্টগ্রামে আত্মরক্ষার প্রশিক্ষণ পাবে ১৫ হাজার শিশু-কিশোর

স্পোর্টস ডেস্ক | বৃহস্পতিবার , ১৭ আগস্ট, ২০২৩ at ৮:৫৬ পূর্বাহ্ণ

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের ব্যবস্থাপনায় এবং ইউনিসেফের সহযোগিতায় চট্টগ্রামের ১৫ হাজার শিশুকিশোরকে আত্নরক্ষার কৌশল শেখাতে প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণে অগ্রাধিকার পাবে কন্যা শিশুকিশোর এবং সুবিধা বঞ্চিতরা। গতকাল নগরীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্রশিক্ষণের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। ইউনিসেফ চট্টগ্রাম বিভাগের চিফ অব ফিল্ড অফিস মাধুরী ব্যানার্জি বলেন, ইউনিসেফ বাংলাদেশ সরকারের সাথে একসাথে কাজ করছে। সারাদেশের প্রায় এক লাখ শিশুকিশোরকে এই আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। চট্টগ্রামে যে ১৫ হাজার শিশুকিশোরকে প্রশিক্ষণ দেওয়া হবে তাদের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও জেলা মিলিয়ে ৫ হাজার, কক্সবাজারের ৫ হাজার এবং কুমিল্লায় ৫ হাজার শিশুকিশোর প্রশিক্ষণ পাবে।

ইউনিসেফ যেকোনো ধরনের ভায়োলেন্স প্রতিরোধের লক্ষ্যে আমরা কাজ করে। মেয়েদের অধিকার আছে খেলাধুলা করার। বাংলাদেশ অনেক ক্ষেত্রে অনেক ভালো কাজ করছে। আশাকরি এক্ষেত্রেও ভালো করবে। শিশু অধিকার সনদে সব শিশুর খেলাধুলার অধিকার নিশ্চিত করা হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে আত্মরক্ষার দক্ষতা অর্জন করবে শিশুকিশোররা। এরাই নিজ নিজ এলাকায় ‘কী চেঞ্জ এজেন্ট’ হিসেবে কাজ করবে। এই প্রশিক্ষণে ৭০৮০ শতাংশই থাকবে মেয়ে। দেশের ২৫টি জেলা, ১৯৭টি উপজেলা এবং ১২টি সিটি কর্পোরেশন এলাকায় এই প্রশিক্ষণ দেয়া হবে। মুলত ৯১৬ বছর বয়সী শিশুদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি শিশুর তিনজন করে অভিভাবককেও প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণের ধরন হবে সারা দেশে একই রকম। এক হাজার সেশনের প্রশিক্ষনের প্রতিটিতে ১০০ জন করে শিশু থাকবে। বেশিরভাগ প্রশিক্ষক নারী। এছাড়া ৫ শতাংশ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থাকবে প্রশিক্ষণে। এরই মধ্যে গত ২৬ জুলাই খুলনা বিভাগ থেকে এই প্রশিক্ষন শুরু হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশের চাইল্ড প্রটেকশন ম্যানেজার এলিসা কল্পনা, চট্টগ্রাম অঞ্চলের চাইল্ড প্রটেকশন অফিসার জেসমিন হোসাইন, চাইল্ড প্রটেকশন স্পেশালিস্ট মনিরা হাসান, চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ, কঙবাজার জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি, সেলফ ডিফেন্স প্রজেক্ট এর মাস্টার ট্রেনার শৌল হাচ্ছা, প্রজেক্টের হিউম্যান রিসোর্স ম্যানেজার তোফাজ্জল হোসেন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধখুলশী কারাতে একাডেমির বেল্ট ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন
পরবর্তী নিবন্ধএএফসি কাপে মালদ্বীপের ক্লাবকে হারাল আবাহনী