বাংলাদেশের প্রথম হেলথ সুপার অ্যাপ জায়ন্যাক্স হেলথ চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে তাদের আঞ্চলিক অফিসের কার্যক্রম শুরু করেছে। জায়ন্যাক্স হেলথ একটি ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদানকারী সুপার অ্যাপ, যার মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই ডাক্তার দেখানো থেকে শুরু করে ল্যাব টেস্টে ডিসকাউন্ট, বাসা থেকে স্যাম্পল কালেকশান, হাসপাতালে ভর্তি হলে ক্যাশব্যাকসহ নানা রকম সুযোগ–সুবিধা পেয়ে থাকেন।
এই অ্যাপের মাধ্যমে যে কেউ যে কোন সময়েই টোল ফ্রি নম্বারে (০৮০০৮৮৮০০০০) ফোন দিয়ে সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা অডিও বা ভিডিও কলের মাধ্যমে ডাক্তারের সাথে কথা বলে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিতে পারবেন। বাংলাদেশে এরকম স্বাস্থ্যসেবা একমাত্র জায়ন্যাক্স হেলথই দিচ্ছে যেখানে সপ্তাহের ৭ দিন ২৪ ঘণ্টা ডাক্তারের সাথে কথা বলতে গ্রাহকদের মোবাইলের কোন টাকা খরচ হবে না।
জায়ন্যাক্স হেলথের এই উদ্যোগ ইতিমধ্যেই দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। ২০২১ সালে যাত্রা শুরু করার পর মাত্র ১ বছরেই প্রায় ৭০,০০০ এরও বেশি মানুষ জায়ন্যাক্স হেলথ সুপার অ্যাপের গ্রাহক হয়েছেন। আর এই সুপার অ্যাপ এরই মধ্যে টেলিমেডিসিনের মাধ্যমে বিভিন্ন রোগ সম্পর্কে ডাক্তারের পরামর্শ দিয়েছে ১,৩০,০০০ এরও বেশি। এছাড়া, বিভিন্ন কর্পোরেট হাউজ ও ব্যবসা প্রতিষ্ঠানও তাদের কর্মকর্তা ও কর্মচারীদের জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে জায়ন্যাক্স হেলথের সাহায্যে এই সুবিধা দিচ্ছেন। চট্টগ্রামের ম্যাক্স হসপিটাল, ইমপেরিয়াল হসপিটাল, উডল্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ জায়ন্যাক্স হেলথের রয়েছে সারা দেশে প্রায় ৫০০টিরও বেশি ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতাল পার্টনার, যার মাধ্যমে গ্রাহকরা এসব প্রতিষ্ঠানের বিভিন্ন সেবায় ৩০% পর্যন্ত ডিসকাউন্টসহ নানা রকম সুবিধা পেয়ে থাকেন। এবার চট্টগ্রামে নিজস্ব অফিস চালু করার মাধ্যমে এই সুবিধাসমূহ আরও সহজেই চট্টগ্রামের মানুষদের কাছে নিয়ে আসল জায়ন্যাক্স হেলথ। এতে করে এই মেগাসিটির মানুষরা এখন আরও সহজে ও কম খরচে উন্নতমানের স্বাস্থ্য সেবা পাবেন। প্রেস বিজ্ঞপ্তি











