নগরী ও জেলায় চলমান কারফিউ শনিবার ১৪ ঘণ্টা শিথিল করা হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যায় সিএমপি এবং জেলা প্রশাসনের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪ ঘন্টা কারফিউ শিথিল রাখা হয়েছে। তবে রোববারের জন্য আলাদা নির্দেশনা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় জেলায়ও কারফিউ শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত শিথিল থাকবে।