চট্টগ্রামে আজ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা

সাগরে লঘুচাপ

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ এপ্রিল, ২০২৫ at ৭:৫৬ পূর্বাহ্ণ

দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে আগামীকাল বৃহস্পতিবার ও পরশু শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল সন্ধ্যায় ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে ঘনীভূত হয়। এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দুপুর নাগাদ (গতকাল) দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি পরবর্তী ২৪ ঘণ্টায় উত্তরউত্তরপশ্চিম দিকে এবং পরবর্তীতে দিক পরিবর্তন করে উত্তরউত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর আগে সকালে সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফরিদপুর, মাদারীপুর, যশোর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, বান্দরবন ও রাঙ্গামাটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। এছাড়া আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিত চৌধুরী জানান, আজ চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সে সাথে দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়োহাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগাজায় গণহত্যার প্রতিবাদ, নগরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
পরবর্তী নিবন্ধরাজউকে আবেদন না করেই প্লট নেন পুতুল