চট্টগ্রামে আজ ঘর পাচ্ছে ৫৮৭ পরিবার

৪ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ জুলাই, ২০২২ at ৬:৫২ পূর্বাহ্ণ

ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করার অংশ হিসেবে আশ্রায়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার ভূমিহীন ও গৃহহীনদের কাছে আরো ২৬ হাজার ২২৯টি ঘর হস্তান্তর করবেন। এর মধ্যে চট্টগ্রাম জেলায় নতুন ঘর পাবে ৫৮৭ ভূমিহীন ও গৃহহীন পরিবার। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। চট্টগ্রামে পটিয়ায় ১০, বোয়ালখালীতে ১৫, চন্দনাইশে ১৫, সাতকানিয়ায় ২০, লোহাগাড়ায় ৫১, বাঁশখালীতে ১৫, হাটহাজারীতে ৬০, ফটিকছড়িতে ১০০, আনোয়ারায় ১০০, মীরসরাইয়ে ১০৯, রাউজানে ৫৪ এবং সীতাকুণ্ড উপজেলায় ৩৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাবে সরকারি অর্থায়নে নির্মিত এই ঘর।

এছাড়া জেলার ৪টি উপজেলা যথাক্রমে পটিয়া, কর্ণফুলী, সাতকানিয়া ও লোহাগাড়াকে হালনাগাদ যাচাই-বাছাইকৃত তথ্য উপাত্তের ভিত্তিতে আজ ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।

গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান জেলা প্রশাসক। তিনি বলেন, ‘মুজিব শতবর্ষে একজন লোকও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ-২ প্রকল্প, প্রধানমন্ত্রীর কার্যালয় সারা দেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ সম্পূর্ণ সরকারি অর্থায়নে ঘর প্রদানের কার্যক্রম গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় ১ম পর্যায়ে গত বছরের ২৩ জানুয়ারি সারা দেশে ৬৩,৯৯৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ ঘর বরাদ্দ প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়। সারা দেশের ন্যায় চট্টগ্রাম জেলায় ১ম পর্যায়ে ঘর পেয়েছে ১৪৪৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। পরবর্তীতে গত বছরের ২০ জুন ২য় পর্যায়ে সারা দেশে ৫৩,৩৩০টি পরিবারকে ২ শতাংশ জমিসহ সরকারি অর্থায়নে ঘর প্রদান করা হয়। ২য় পর্যায়ে চট্টগ্রাম জেলায় ঘর পেয়েছে ৬৪৯টি পরিবার।

জেলা প্রশাসক আরো বলেন, ১ম ও ২য় পর্যায়ের সাফল্যের ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী ৩য় পর্যায়ে গত ২৬ এপ্রিল সারা দেশে ৩২,৯০৪ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ ঘর বরাদ্দ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন। চট্টগ্রাম জেলায় ৩য় পর্যায়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ঘর পেয়েছে ১২১৬ পরিবার। আশ্রয়ণ প্রকল্পের নির্ধারিত নমুনা ও ডিজাইন অনুসরণ করে উন্নতমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে এ সকল টেকসই এবং মানসম্মত ঘর ভূমিহীন এবং গৃহহীনদের জন্য নির্মাণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধযুবককে অপহরণ করে ১৩ লাখ টাকা দাবি
পরবর্তী নিবন্ধঅফিসে ২৫% বিদ্যুৎ কমানোসহ ৮ সিদ্ধান্ত