চট্টগ্রামে আজও ১৬ ঘণ্টা কারফিউ শিথিল

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২ আগস্ট, ২০২৪ at ৬:২৯ পূর্বাহ্ণ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে সৃষ্ট পরিস্থিতিতে সরকারের নির্বাহী আদেশে জারিকৃত কারফিউ চট্টগ্রাম জেলায় গত চারদিনের ন্যায় আজ শুক্রবারও ১৬ ঘণ্টা শিথিল থাকবে। ভোর ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত কারফিউ শিথিল থাকার এ তথ্য আজাদীকে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

জেলা প্রশাসক বলেন, চট্টগ্রাম শান্ত রয়েছে। কোথাও কোন সমস্যা নেই। আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। উল্লেখ্য, গত সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার চারদিন ১৬ ঘণ্টা করে কারফিউ শিথিল ছিল চট্টগ্রামের উপজেলাগুলো ও নগরীজুড়ে।

পূর্ববর্তী নিবন্ধকোনো এইচএসসি পরীক্ষার্থীর আটকের তথ্য থাকলে শিক্ষা মন্ত্রণালয়ে জানানোর অনুরোধ
পরবর্তী নিবন্ধডিবি হেফাজত থেকে পরিবারের কাছে ৬ ‘সমন্বয়ক’