চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন ডিসেম্বরে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ নভেম্বর, ২০২৪ at ১০:০৮ পূর্বাহ্ণ

নগরীর ১৬টি থানা, উপজেলা এবং ক্যান্টনমেন্ট বোর্ড, চট্টগ্রামের অধিক্ষেত্রভুক্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের আগামী ১ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে ২০২৫ সালের নবায়ন কার্যক্রম সম্পন্ন করতে হবে। জেলা ম্যাজিস্ট্রেট চট্টগ্রামের আগ্নেয়াস্ত্র শাখায় অস্ত্রসহ উপস্থিত হয়ে নবায়ন করতে হবে। ক্যান্টনমেন্ট বোর্ড, চট্টগ্রামের অধিক্ষেত্রভুক্ত লাইসেন্সধারীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নির্ধারিত সময়সূচির মধ্যে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ডে উপস্থিত হয়ে নবায়ন করতে হবে। একই সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রস্তুতকৃত ডিজিটাল আর্মস ম্যানেজমেন্ট সিস্টেমে (ডিএএমএস) আগ্নেয়াস্ত্র লাইসেন্সগুলোর ডাটা এন্ট্রি দিতে হবে। ডাটা এন্ট্রির জন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর, ট্রেড লাইসেন্স নম্বর এবং আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের লাইসেন্স ও এনআইডির ফটোকপি, টিন সার্টিফিকেট, মোবাইল নম্বর, ১ কপি পাসপোর্ট সাইজ ছবি ও লাইসেন্সধারী ব্যক্তির সই দাখিল করতে হবে। অন্যথায় ডিএএমএসএর মাধ্যমে আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের ডাটা এন্ট্রি করা যাবে না এবং ভবিষ্যতে উক্ত সিস্টেম ব্যবহার করে আগ্নেয়াস্ত্র লাইসেন্স নবায়ন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে না।

বন্দুক, শর্টগান এবং রাইফেল নবায়নের ক্ষেত্রে ৫ হাজার টাকা ও পিস্তল, রিভলবার এবং প্রতিষ্ঠানে ক্ষেত্রে ১০ হাজার টাকা ফি ধার্য করা হয়েছে। নবায়ন ফি জমার কোড নম্বর২২১১০০০০১৮৫৯। নবায়ন ফির ওপর ১৫ শতাংশ ভ্যাট জমার কোড নম্বর১১৩৩০০২৫০৩১১ এবং নবায়ন ফির ওপর ১০ শতাংশ উৎস কর অথবা আয়কর জমার কোড নম্বর১১৪১০০৪৫০১১১। নবায়ন ফি, ভ্যাট ও উৎস কর অথবা আয়কর উল্লিখিত কোড নম্বরে সোনালী ব্যাংক লিমিটেডের কোর্টহিল শাখায় জমা দিতে হবে ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ২৫ আগস্ট ৪৪,০০,০০০০,০৭৭,২১,০২৫,২০২১৩৩০ নম্বর স্মারকের নির্দেশনা অনুযায়ী যে সব লাইসেন্সধারীর আগ্নেয়াস্ত্র লাইসেন্স বাতিল এবং কার্যক্রম স্থগিত করা হয়েছে সেসব আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীর আগ্নেয়াস্ত্র লাইসেন্স পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত নবায়নের কার্যক্রম স্থগিত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচবি ছাত্রশিবিরের ১৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
পরবর্তী নিবন্ধযৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৫