চট্টগ্রামে আগামী সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা

সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৪ জুলাই, ২০২৫ at ৪:৫৩ পূর্বাহ্ণ

দেশে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী সোমবার পর্যন্ত চট্টগ্রামে মাঝারি থেকে ভারি বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্ভাবাসে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সμিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েকদিন মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। ভারি বর্ষণে পাহাড়ি এলাকায় পাহাড় ধসেরও সম্ভাবনা রয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ বশীর আহমেদ বলেন, আজ (গতকাল) চট্টগ্রামে তেমন বৃষ্টিপাত হয়নি। বিকেল ৩টা পর্যন্ত মাত্র ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে আগামী সোমবার থেকে বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলিংক রোড যেন ‘আতংকের রাস্তা’
পরবর্তী নিবন্ধইংরেজি ২য় পরীক্ষায় অনুপস্থিত ১৬৪৩, বহিষ্কার ১০