দেশে গত একদিনে আরও ১০৫১ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, মৃত্যু হয়েছে ২ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯ হাজার ১০০টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৫১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে হয়েছে ১১ দশমিক ৫৫ শতাংশ। আগের দিন এই হার ১১ দশমিক ৮৯ শতাংশ ছিল। নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৯৪ হাজার ৪৩৩ জন হয়েছে। তাদের মধ্যে ২৯ হাজার ২২৫ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। খবর বিডিনিউজ ও বাংলানিউজের।
গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৫৭ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ২১ হাজার ১২৩ জন। নতুন শনাক্ত ১ হাজার ৫১ জনের মধ্যে ৪৩০ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮ জেলাতেই গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে। গত এক দিনে মারা যাওয়া দুইজনের একজন ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা, একজন খুলনা বিভাগের। তাদের একজন পুরুষ, একজন নারী।
এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে ৩৯৪টি নমুনা পরীক্ষায় ৫৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ৯৭ শতাংশ। এর মধ্যে ৪৬ জন নগরের, ১৩ জন বিভিন্ন উপজেলার। গতকাল শুক্রবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। উপজেলার মধ্যে লোহাগাড়ায় ১ জন, সাতকানিয়ায় ৩ জন, বাঁশখালীতে ২ জন, আনোয়ারায় ২ জন, বোয়ালখালীতে ১ জন, রাঙ্গুনিয়ায় ১ জন, রাউজানে ১ জন, হাটহাজারীতে ১ জন ও মীরসরাই উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত চট্টগ্রামে ১ লাখ ২৭ হাজার ৯৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ১ হাজার ৩৬৫ জন।