মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও রাজনীতিবিদ মরহুম আমির হোসেন দোভাষের পরিবার ও এলাকাবাসীর সাথে গত ২১ জানুয়ারি মতবিনিময় করেন চট্টগ্রাম–১১ থেকে নির্বাচিত সংসদ সদস্য এম এ লতিফ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন দোভাষ, জাহাঙ্গীর আলম দোভাষ, মো. জাকারিয়া, মো. কিবরিয়া দোভাষ, মাহবুবুল আলম মিয়া, আজিজুর রহমান আজিজ, মো. হোসেন, হাবিব উল্লাহ বুলু, তৌসিফ আমির দোভাষ, মো. কামাল দোভাষ, মুন্সি মিয়া, সালাহউদ্দিন সরকার, সালেহ আহমদ বি.কম, সেকান্দর হোসেন, আলহাজ লিয়াকত আলী, মো. আবদুল লতিফ, মোহাম্মদ হারুন, আনোয়ার হোসেন প্রমুখ। এসময় এম.এ. লতিফ এমপি বলেন, চট্টগ্রামের আওয়ামী লীগের রাজনীতিতে আমির হোসেন দোভাষের অবদান অপরিসীম। তাঁর মত পরিচ্ছন্ন এবং দেশপ্রেমিক রাজনীতিবিদ বর্তমানে বিরল।প্রেস বিজ্ঞপ্তি।