চট্টগ্রামে আইন-শৃঙ্খলা ও নির্বাচন কর্মকর্তাদের সাথে ইসির বৈঠক আজ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২১ ডিসেম্বর, ২০২১ at ৬:০৭ পূর্বাহ্ণ

বৃহত্তর চট্টগ্রামে আসন্ন ইউপি নির্বাচন ও বাঁশখালী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট কর্মকর্তা ও সকল নির্বাচন কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দিতে গতকাল সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম এসেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আজ মঙ্গলবার সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগ দিবেন তিনি।
উল্লেখ্য, চট্টগ্রামে ৪র্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর পটিয়া, কর্ণফুলী ও লোহাগাড়া উপজেলার ২৭ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরপর পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি আনোয়ারা, বোয়ালখালী ও চন্দনাইশের ২৫ ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়াও বাঁশখালী পৌরসভা নির্বাচনও অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নিয়ে আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট কর্মকর্তা ও সকল নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করবেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

পূর্ববর্তী নিবন্ধঅভয়ারণ্যে তিন হাতিকে ফেরাতে বিশেষ উদ্যোগ
পরবর্তী নিবন্ধএসএসসি পরীক্ষার ফল ২৩-২৮ ডিসেম্বরের মধ্যে