চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় গ্রেপ্তার ১১ জনকে আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম মহানগর হাকিম মো. আবু বকর সিদ্দিক এ আদেশ দেন।
এরা হলেন- প্রেমনন্দন দাশ, রনব দাশ, বিধান দাশ, বিকাশ দাশ, রুমিত দাশ, রাজ কাপুর, সামির দাশ, শিব কুমার দাশ, ওম দাশ, অজয় দাশ এবং দেবী চরণ।
চট্টগ্রাম মহানগর মহানগর পিপি মফিজল হক ভুইয়া জানান, পুলিশের ওপর হামলা ও আদালত পাড়ায় ভাঙচুরের মামলায় ওই ১১ জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত সেটা মঞ্জুর করেন। আদেশের পর তাঁদের কড়া নিরাপত্তায় কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।