চট্টগ্রামে অস্ত্র মামলায় আসামির ১৭ বছরের কারাদণ্ড

আজাদী অনলাইন | সোমবার , ২৪ জুন, ২০২৪ at ৫:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামে অস্ত্র মামলায় আবুল খায়ের নামের এক আসামিকে পৃথক ধারায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৪ জুন) স্পেশাল ৯ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত মোহাম্মাদ মঞ্জুর হোসেন এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।

আদালত সূত্র জানা গেছে, ফটিকছড়ি থানার করা মামলায় আসামি আবুল খায়েরে হেফাজত থেকে একটি পলিথিনের ব্যাগে ২টি দেশীয় তৈরি এলজি ও ১০টি বন্দুকের কার্তুজ উদ্ধার করে পুলিশ।

১০ সাক্ষীর মধ্যে ৬ জন সাক্ষীকে পরীক্ষা করে এই আসামিকে সাজা প্রদান করেন আদালত। রায় প্রচারের সময় মামলার সকল আসামি পলাতক ছিল। রায় প্রচারের পরে আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা সহ গ্রেফতাারি পরোয়ানা জারি করা হয়।

পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, আসামি আবুল খায়েরের নামে দেশীয় তৈরি এলজি ও ১০টি বন্দুকের কার্তুজ উদ্ধার করে পুলিশ। অস্ত্র আইনে করা মামলায় ১৯(এ) ধারায় ১০ বছর ও ১৯(এফ) ধারায় ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলীতে হত্যাচেষ্টা মামলায় র‍্যাবের অভিযানে দুই আসামি গ্রেফতার 
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু টানেলে কার রেসিং : পুলিশের হাত ঘুরে মামলার তদন্ত ভার গেল পিবিআইতে