চট্টগ্রামের পটিয়ায় এক অস্ট্রেলিয়া প্রবাসীর ঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অস্ট্রেলিয়া প্রবাসী প্রমিত দাশ ঘরে এ চুরির ঘটনা ঘটে। চোরের দল ঘরের ছাদের টিন কেটে স্বর্ণ, নগদ টাকা ও ঘরে রক্ষিত ডলারসহ প্রায় ৯ লাখ টাকা নিয়ে যায়।
জানা গেছে, অস্ট্রেলিয়া প্রবাসীর পিতা দীর্ঘদিন অসুস্থ থাকায় পরিবারের লোকজন চট্টগ্রাম নগরীর একটি হসপিটালে রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে চোরের দল ঘরের ছাদের টিন কেটে ঘরে ঢুকে স্বর্ণ তিন ভরি, নগদ টাকা ৭ লাখ ও ২ লাখ টাকার ডলার আলমিরা ও বিভিন্ন ডয়ার ভেঙে নিয়ে যায়।
অস্ট্রেলিয়া প্রবাসীর মা নমিতা দাশ জানান, তিনি প্রায় ১ মাস ধরে স্বামীকে নিয়ে হাসপাতালে রয়েছে। চোরের দল ঘরে ঢুকে আলমিরা ভেঙে স্বর্ণ, নগদ টাকা ও ডলার নিয়ে যায়। এসময় ঘরে থাকা ধর্মীয় উপসানলয়ে আগুন দিয়েছে জানান।
পটিয়া থানার ওসি মো: নুরুজ্জামানকে চুরির বিষয়টি জানানো হয়েছে।