বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ২০২৪–২৫ ক্রিকেট মৌসুমের প্রস্তাবিত ক্যালেন্ডার অনুযায়ী বয়স ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট চলতি মৌসুমের অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলা দল গঠনকল্পে প্রাথমিক বাছাই আগামীকাল মঙ্গলবার ০৮ অক্টোবর সকাল ৮.৩০ টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের ক্রিকেট নেটে সাদা পোশাকে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণেচ্ছুক অনূর্ধ্ব–১৪ ক্রিকেট খেলোয়াড়দের আগামীকাল সকাল ৮.৩০ টায়, অনূর্ধ্ব–১৬ ক্রিকেট খেলোয়াড়দের সকাল ১০.৩০ টায় এবং অনূর্ধ্ব–১৮ ক্রিকেট খেলোয়াড়দের আগামী বুধবার সকাল ৮.৩০ টায় জেলা ক্রিকেট কোচ শেখ মাহাবুবউল করিম মিঠুর নিকট রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে। এখানে উল্লেখ্য অনূর্ধ্ব–১৪, অনূর্ধ্ব–১৬ এবং অনুর্ধ্ব–১৮ বয়স ভিত্তিক দলের অংশগ্রহণকারী খেলোয়াড়ের বয়স নির্ধারনের ক্ষেত্রে অনূর্ধ্ব–১৪ দলেবাছাইয়ে অংশ নিতে পারবে তারাই যাদের জন্ম ১ সেপ্টেম্বর ২০১০ বা তার পরবর্তীতে । অনূর্ধ্ব–১৬ দলের বাছাইয়ে অংশ নিতে পারবে তারাই যাদের জন্ম ১ সেপ্টেম্বর ২০০৮ বা তার পরবর্তীতে। আর অনূর্ধ্ব–১৮ দলে অংশ নিতে পারবে যাদের জন্ম ১ সেপ্টেম্বর ২০০৬ বা তার পরবর্তীতে। প্রাথমিকভাবে মনোনীত বা বাছাইকৃত খেলোয়াড়কে খেলোয়াড় রেজিস্ট্রেশন ফরম পূরণ করে বসয় নির্ধারণী মেডিকেল টেস্টের দিন যথা সময়ে উপস্থিত থাকতে হবে। প্রতিটি খেলোয়াড়কে মেডিকেল ফরমের সাথে অবশ্যই ডিজিটাল জন্ম নিবন্ধন, পি.এস.সি/জে.এস.সি রেজিস্ট্রেশন কার্ড/সার্টিফিকেট এবং প্রযোজ্য ক্ষেত্রে এস.এস.সি রেজিস্ট্রেশন কার্ড /সার্টিফিকেট প্রদান করতে হবে। প্রত্যেক খেলোয়াড়দের সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট ও ৩ কপি স্টাম্প সাইজের ছবি খেলোয়াড় রেজিস্ট্রেশন ফরমে নির্দিষ্ট স্থানে সংযুক্ত করতে হবে। যদি উল্লেখিত তারিখ ও সময়ে বৃষ্টি হয় তাহলে খেলোয়াড় বাছাই কার্যক্রম সাগরিকাস্থ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।