চট্টগ্রামে ২৮টি রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর চান্দগাঁও এলাকায় সিদ্দিক আহমেদ আলত্বাফিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রোজেক্ট চিফ কো–অর্ডিনেটর রোটারিয়ান সিপি মো. নজরুল ইসলাম নান্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবক আবুল মিন্টু, রোটারিয়ান সিপি রেজওয়ান শাহিদী, রেজিস্ট্রেশন চেয়ার রোটারিয়ান পিপি সুদীপ কুমার চন্দ, রোটারিয়ান পিপি আজিজুল হক, পিপি ইঞ্জিনিয়ার কামালুর রহমান, পিপি মিনহাজ উদ্দিন নাহিয়ান, পিপি মহিউদ্দিন, সিপি নাঈম উদ্দিন, সিপি ওমর আলী ফয়সাল, সিপি ইব্রাহিম সহ বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্ট ও রোটারিয়ান এবং স্থানীয় নেতৃবৃন্দ।
মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তার, নার্স দ্বারা মেডিসিন, শিশু, গাইনি, চক্ষু, দন্ত ও মুখগহ্বর, কিডনি, ডায়াবেটিস, নাক–কান– গলার প্রায় ১৫০০ জন রোগীকে বিভিন্ন বিষয়ে চিকিৎসা সেবা দেয়া হয়। বক্তারা বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। আজকের সমাজে অনেক মানুষ সুবিধাবঞ্চিত রয়েছে।
তাদের সেবা প্রদান করা নৈতিক দায়িত্ব মনে করে রোটারি ক্লাবের সদস্যরা মানবতার সেবায় সারা বছরই বিভিন্ন ধরনের প্রকল্প বাস্তবায়ন করে। তারই ধারাবাহিকতায় আজকের মেডিকেল ক্যাম্পে সুবিধাবঞ্চিতদের সেবা প্রদান করা। তারা রোটারির এ ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।












