চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রকৌশলীদের বিভাগীয় সমাবেশ

চুয়েট প্রতিনিধি | বুধবার , ৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৪৩ অপরাহ্ণ

বিএসসি ইঞ্জিনিয়ারদের চলমান আন্দোলনের কর্মসূচি হিসেবে আগামী ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)  চট্টগ্রামে বিভাগীয় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে প্রকৌশলী অধিকার আন্দোলন। গত কয়েকদিন যাবৎ দেশের প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলনরত বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা করে ক্লাস-পরীক্ষা বর্জন,মশাল মিছিল, ডিপ্লোমা কোটা প্রথার বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। এছাড়া রংপুর বিভাগে বিভাগীয় মহাসমাবেশ আয়োজন করেছিল প্রকৌশল অধিকার আন্দোলন।  

নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং ন্যূনতম যোগ্যতা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং করা, দশম গ্রেডে ডিপ্লোমা কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা এবং বিএসসি ডিগ্রি ছাড়া কেউ যেন নামের সঙ্গে ‘ইঞ্জিনিয়ার’ পদবী ব্যবহার করতে না পারে- এই তিন দফা দাবিতে বিএসসি ইঞ্জিনিয়াররা আন্দোলন অব্যাহত রেখেছেন।

আন্দোলনের অংশ হিসেবে আগামী ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৩ টায় চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে ‘ চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ এর ঘোষণা দেয় প্রকৌশলী অধিকার আন্দোলন। সমাবেশে সকল প্রকৌশলী, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ জনসাধারণকে যোগদান করতে আহ্বান জানানো হয়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে এবং আন্দোলনের প্রয়োজন অনুযায়ী সামনের দিকে আরো কর্মসূচি দেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধঈদগাঁওতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই রোহিঙ্গা যুবক আটক
পরবর্তী নিবন্ধচবি শিক্ষার্থী ও গ্রামবাসীর সংঘর্ষের মামলায় ৮ গ্রামবাসী গ্রেফতার