চট্টগ্রামের ৯ ল্যাবে করোনায় নতুন শনাক্ত ৫৭৪ জন

আজাদী অনলাইন | শনিবার , ৫ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৫৭৪ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ১৩ শতাংশ। এসময় করোনায় আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এরআগে গতকাল শুক্রবার ছিল ১৬ দশমিক ৯০ শতাংশ। তারও আগে বৃহস্পতিবার ১৮ দশমিক ৮৯, বুধবার ২১ দশমিক ৩২ ও মঙ্গলবার শনাক্ত হয়েছিল ২৪ দশমিক ৩৯ শতাংশ।

তথ্য মতে, চট্টগ্রামের ৯টি ল্যাবে ২ হাজার ৮৫১টি নমুনা পরীক্ষা করে ৫৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৩৩ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা। বাকি ১৪১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

উপজেলার মধ্যে গত একদিনে সর্বোচ্চ শনাক্ত হয়েছে ফটিকছড়িতে ২০ জন। এছাড়া লোহাগাড়ায় ৯, সাতকানিয়ায় ১১, বাঁশখালীতে ৭, আনোয়ারায় ৭, চন্দনাইশে ৯, পটিয়ায় ৬, বোয়ালখালীতে ১১, রাঙ্গুনিয়ায় ১০, রাউজানে ১১, হাটহাজারীতে ১৬ জন, সীতাকুণ্ডে ৯, মিরসরাইয়ে ১৩ ও সন্দ্বীপ উপজেলায় ২ জনের শনাক্ত হয়েছে।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২২ হাজার ৬৮৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৯ হাজার ৩৭৮ জন। বিভিন্ন উপজেলার ৩৩ হাজার ৩০৭ জন। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৫ জনের।

পূর্ববর্তী নিবন্ধকোয়ালিটি সুপার ফোরে, নিমতলা রেলিগেশনে
পরবর্তী নিবন্ধমাঠে ধূমপান করে শাস্তি পেলেন শাহজাদ