চট্টগ্রামের ৮ জনসহ ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ২৮ জন

| রবিবার , ২৩ জুন, ২০২৪ at ৫:৪৭ পূর্বাহ্ণ

মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে নতুন করে ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন; এই সময়ে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে সাতজন ভর্তি হয়েছেন। এর বাইরে ময়মনসিংহ বিভাগে দুইজন, চট্টগ্রাম বিভাগে আটজন, খুলনা বিভাগে তিনজন এবং বরিশাল বিভাগে আটজন ভর্তি হয়েছেন। সবমিলিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩৪৩ জনে; এর মধ্যে ৪১ জনের মৃত্যু হয়েছে। খবর বিডিনিউজের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশের বিভিন্ন হাসপাতালে শনিবার সকাল পর্যন্ত ১৪৮ ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ৭৫ জন; ঢাকার বাইরে ছিলেন ৭৩ জন। গত জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, এর মধ্যে ১৪ জনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতে ভর্তি হন ৩৩৯ জন, মৃত্যু হয় তিনজনের।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধফিকে হয়ে গেল সেমির স্বপ্ন