চট্টগ্রামের ৮৪ জনসহ এনবিআরের ৩২৯ কর্মকর্তাকে বদলি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২০ at ৪:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ৮৪ জনসহ দেশের বিভিন্ন অঞ্চলের কাস্টম হাউস, কাস্টমস এঙাইজ ও ভ্যাট কমিশনারেট, কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) পদের মোট ৩২৯ জনকে বদলি আদেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল এনবিআরের দ্বিতীয় সচিব মো. আবুল হাশেম স্বাক্ষরিত এক পত্রে এই বদলি আদেশ দেয়া হয়।
এনবিআর সূত্রে জানা যায়, ৩২৯ জনের মধ্যে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেট থেকে ১০ জন, চট্টগ্রাম কাস্টম হাউস থেকে ৫০ জন এবং কাস্টম এঙাইজ ও ভ্যাট কমিশনারেট থেকে ২৪ জনকে বদলি করা হয়। এনিআরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, এটি নিয়মিত বদলির অংশ।
তবে আলাদা আলাদা করে বদলি না করে একসাথে বদলি আদেশ দেয়ায় বড় রকমের বদলি মনে হচ্ছে। এছাড়া বদলি আদেশে আগামী ২২ তারিখের মধ্যে কার্যকর করে স্ব-স্ব দপ্তরে যোগদানের কথা উল্লেখ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটাকা মোবাইলের ওপর ২৮ দিন বাঁচতে পারে করোনাভাইরাস
পরবর্তী নিবন্ধএকাদশে ম্যানুয়ালি ভর্তির আবেদন শুরু আজ