চট্টগ্রামের ৫১ জনসহ ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি করল এনবিআর

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:২০ পূর্বাহ্ণ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবার ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি করেছে। এরমধ্যে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের ১০ জন এবং চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের রয়েছেন ৫১ জন। তাদের এনবিআরের অধীন বিভিন্ন রাজস্ব দপ্তরে পদায়ন করা হয়েছে।

গতকাল এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখাএর দ্বিতীয় সচিব তানভীর আহম্মেদের স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। এক প্রজ্ঞাপনে ৪৫৯ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। অপর এক প্রজ্ঞাপনে আরো ৯৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়নের কথা বলা হয়েছে। প্রজ্ঞাপনে আরো বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে। উল্লেখ্য, এর অগে গত সোমবার ১৮২ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করে এনবিআর। কয়েক মাস ধরেই এনবিআরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের বদলি করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম চেম্বারের নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ
পরবর্তী নিবন্ধএকটি মামলায় অব্যাহতি, দুটি মামলা থেকে খালাস পেলেন মেয়র