চট্টগ্রামের ১৬ আসনে ৮৬১টি অস্থায়ী বুথ নির্ধারণ

ত্রয়োদশ সংসদ নির্বাচন ১৩টি আসনে হিজড়া ভোটার হয়েছেন ৬৩ জন

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:৫০ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের প্রকাশিত খসড়া ভোটকেন্দ্রের তালিকায় ৮৬১টি অস্থায়ী ভোট কক্ষ নির্ধারণ করা হয়েছে। তবে এবার চট্টগ্রামের কোথাও কোনো অস্থায়ী ভোটকেন্দ্র নেই।

চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা কর্তৃক প্রকাশিত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকায় ১৯৫৯টি ভোটকেন্দ্র এবং ১২৬৫৬টি ভোটকক্ষ (বুথ) নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে অস্থায়ী বুথের সংখ্যা (ভোট উপলক্ষ্যে অস্থায়ী ভাবে নির্মাণ করা হবে) নির্ধারণ করা হয়েছে ৮৬১টি। সংসদীয় আসন অনুযায়ী নির্ধারণকৃত অস্থায়ী বুথ গুলো হলচট্টগ্রাম১ মীরসরাই আসনে অস্থায়ী বুথ নির্ধারণ করা হয়েছে ৪৭টি।

চট্টগ্রাম(ফটিকছড়ি উপজেলা) আসনে অস্থায়ী বুথ নির্ধারণ করা হয়েছে ৮৯টি। চট্টগ্রাম(সন্দ্বীপ উপজেলা) আসনে অস্থায়ী বুথ নির্ধারণ করা হয়েছে ৬৩টি। চট্টগ্রাম(সীতাকুণ্ড উপজেলা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯ নম্বর ও ১০ নম্বর ওয়ার্ড) আসনে অস্থায়ী বুথ নির্ধারণ করা হয়েছে ৪৫টি। চট্টগ্রাম(হাটহাজারী উপজেলা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ নম্বর ও ২ নম্বর ওয়ার্ড) আসনে অস্থায়ী বুথ নির্ধারণ করা হয়েছে ৮৭টি। চট্টগ্রাম(রাউজান উপজেলা) আসনে অস্থায়ী বুথ নির্ধারণ করা হয়েছে ২৪টি। চট্টগ্রাম(রাঙ্গুনিয়া উপজেলা) আসনে অস্থায়ী বুথ নির্ধারণ করা হয়েছে ৫৮টি। চট্টগ্রাম-(বোয়ালখালীচান্দগাঁও) আসনে অস্থায়ী বুথ নির্ধারণ করা হয়েছে ২৭টি। চট্টগ্রাম(কোতোয়ালী) আসনে অস্থায়ী বুথ নির্ধারণ করা হয়েছে ৬৫টি।

চট্টগ্রাম১০ (পাহাড়তলীহালিশহরখুলশীপাঁচলাইশ) আসনে অস্থায়ী বুথ নির্ধারণ করা হয়েছে ৯৪টি। চট্টগ্রাম১১ (বন্দরপতেঙ্গাসদরঘাট) আসনে অস্থায়ী বুথ নির্ধারণ করা হয়েছে ৪৭টি। চট্টগ্রাম১২ (পটিয়া উপজেলা) আসনে অস্থায়ী বুথ নির্ধারণ করা হয়েছে ২৮টি। চট্টগ্রাম১৩ (আনোয়ারা উপজেলা ও কর্ণফুলী উপজেলা) আসনে অস্থায়ী বুথ নির্ধারণ করা হয়েছে ৪৭টি। চট্টগ্রাম১৪ (চন্দনাইশ উপজেলা এবং সাতকানিয়া আংশিক) আসনে অস্থায়ী বুথ নির্ধারণ করা হয়েছে ৪৪টি। চট্টগ্রাম১৫ (লোহাগাড়া উপজেলা এবং সাতকানিয়া উপজেলা) আসনে অস্থায়ী বুথ নির্ধারণ করা হয়েছে ২৮টি। চট্টগ্রাম১৬ (বাঁশখালী উপজেলা) আসনে অস্থায়ী বুথ নির্ধারণ করা হয়েছে ৬৮টি।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবার চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১৩ আসনে ৬৩জন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জেলা নির্বাচন কর্মকর্তা কর্তৃক প্রকাশিত খসড়া ভোটকেন্দ্রের তালিকায় চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে এবার ভোটকেন্দ্র কমেছে ৬৪টি এবং ভোটকক্ষের (বুথের সংখ্যা) সংখ্যা কমেছে ১০৭৬টি।

পূর্ববর্তী নিবন্ধদেশে ফ্যাসিবাদী শাসন আর যেন ফিরতে না পারে : মাহমুদুর রহমান
পরবর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় সুবর্ণ এক্সপ্রেসের ইঞ্জিন বিকল,পরে আপনা-আপনি সচল