চট্টগ্রামের ১৬ আসনে আরও ৩৭ জনের মনোনয়ন সংগ্রহ

জমাদানের শেষদিন কাল

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৯ নভেম্বর, ২০২৩ at ৬:১৪ পূর্বাহ্ণ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ সংসদীয় আসনে গতকাল পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মোট ১২২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল পর্যন্ত আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, তৃণমূল বিএনপিসহ বিভিন্ন দলের প্রার্থীরা এসব মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এরমধ্যে গতকাল মঙ্গলবার ৩৭টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা।

মোট ১২২টি মনোনয়নের মধ্যে আওয়ামী লীগের ২৬টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ২২টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ৮টি, বাংলাদেশ তরিকত ফেডারেশনের ১টি, বিএসএম ১টি, জাসদ ১টি, জাতীয় পার্টি ৬টি, কল্যাণ পার্টি ২টি, ন্যাপ ২টি, বিএনএফ ৩টি, প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম ১টি, তৃণমূল বিএনপি ৭টি, এনপিপি ২টি, স্বতন্ত্র ৩১টি, বিএনএফ ১টি, বাংলাদেশ কনগ্রেস ১টি, গণফোরাম ১টি ও অন্যান্য দলের ৫টি জন মনোনয়নপত্র নিয়েছেন প্রার্থীরা।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষদিন আগামীকাল ৩০ নভেম্বর। এ ব্যাপারে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, চট্টগ্রামের ১৬টি আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা আজকের দিন পর্যন্ত (গতকাল) মোট ১২২টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার ৩৭টি মনোনয়নপত্র নিয়েছেন প্রার্থীরা। আগামী ৩০ নভেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষদিন।

গতকাল পর্যন্ত চট্টগ্রামের ১৬টি আসনে মোট ১২২টির মধ্যে চট্টগ্রাম(মীরসরাই) আসনে নির্বাচন কমিশনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৯ জন। চট্টগ্রাম(ফটিকছড়ি) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১১ জন। চট্টগ্রাম(সন্দ্বীপ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছয়জন। চট্টগ্রাম(সীতাকুণ্ড) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৯ জন। চট্টগ্রাম(হাটহাজারী) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১০ জন। চট্টগ্রাম(রাউজান) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনজন। চট্টগ্রাম(রাঙ্গুনিয়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চারজন। চট্টগ্রাম(বোয়ালখালীচান্দগাঁও) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৯ জন। চট্টগ্রাম(কোতোয়ালী) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চারজন। চট্টগ্রাম১০ (ডবলমুরিংহালিশহর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১১ জন। চট্টগ্রাম১১ (বন্দরপতেঙ্গা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৫ জন। চট্টগ্রাম১২ (পটিয়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১০ জন। চট্টগ্রাম১৩ (আনোয়ারা) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পাঁচজন। চট্টগ্রাম১৪ (চন্দনাইশ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনজন। চট্টগ্রাম১৫ (সাতকানিয়ালোহাগাড়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনজন। চট্টগ্রাম১৬ (বাঁশখালী) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১০ জন।

পূর্ববর্তী নিবন্ধমাদকের লেনদেন নিয়ে দ্বন্দ্ব, সন্দেহ থেকে খুন
পরবর্তী নিবন্ধবিএনপির কারা ভোটে আসছে দেখে কৌশল সাজাবে আওয়ামী লীগ : কাদের