চট্টগ্রামের ১১টি আসনে তৃতীয় লিঙ্গের ভোটার ৫৬ জন

সবচেয়ে বেশি ২৬ জন ডবলমুরিংয়ে

আজাদী প্রতিবেদন | রবিবার , ৭ জানুয়ারি, ২০২৪ at ৫:১৫ পূর্বাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আজকের ভোট গ্রহণে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১১টি আসনে ৫৬ জন তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোট দেবেন। চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী আজাদীকে বলেন, চট্টগ্রাম১ মীরসরাই আসনে মোট ৩ লাখ ৬৬ হাজার ৫২৫ জন ভোটারের মধ্যে ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। চট্টগ্রাম২ ফটিকছড়ি আসনে ৪ লাখ ৫৬ হাজার ৪৮৭ জন ভোটারের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। চট্টগ্রাম৩ সন্দ্বীপ আসনে ২ লাখ ৪১ হাজার ৯১৪ ভোটারের মধ্যে ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। চট্টগ্রাম৪ সীতাকুণ্ড আসনে ৪ লাখ ২৭ হাজার ১৭২ জন ভোটারের মধ্যে ৮ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। চট্টগ্রাম৫ হাটহাজারী আসনে ৪ লাখ ৭৫ হাজার ৭১৩ জন ভোটারের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন। চট্টগ্রাম৮ চান্দগাঁওবোয়ালখালী আসনে ৫ লাখ ১৫ হাজার ৫৭৩ জন ভোটারের মধ্যে একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। চট্টগ্রাম৯ কোতোয়ালী আসনে ৪ লাখ ৯ হাজার ৫৭৬ জন ভোটারের মধ্যে ৮ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। চট্টগ্রাম১০ ডবলমুরিং আসনে ৪ লাখ ৮৫ হাজার ৮০৩ জন ভোটারের মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৬ জন। চট্টগ্রাম১১ বন্দরপতেঙ্গা আসনে ৫ লাখ ১ হাজার ৮৫২ জন ভোটারের মধ্যে ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। চট্টগ্রাম১৪ চন্দনাইশ আসনে ২ লাখ ৮৮ হাজার ২৯৩ জন ভোটারের মধ্যে একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। চট্টগ্রাম১৬ বাঁশখালী আসনে ৩ লাখ ৭০ হাজার ৭৭৫ জন ভোটারের মধ্যে ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

আজ রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের একটানা ভোট গ্রহণ চলবে।

পূর্ববর্তী নিবন্ধএকটি সুন্দর নির্বাচন উপহার দেয়ার সব চেষ্টা করবে পুলিশ
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে অতিরিক্ত জেলা প্রশাসকের গাড়িতে ঢিল, ভেঙে গেছে গ্লাস