চট্টগ্রামের ১০ উন্মুক্ত স্থানে ভ্যাট বুথ ও স্ট্যান্ড

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৪০ পূর্বাহ্ণ

ভ্যাট আদায়ে গতি বাড়াতে চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অধীনে ১০টি ভ্যাট বুথ এবং পাঁচটি ভ্যাট স্ট্যান্ড স্থাপন করা হয়েছে। গতকাল বুধবার কোতোয়ালী সার্কেলের উদ্যোগে নগরীর কাজীর দেউড়ি স্টেডিয়াম মার্কেটে ভ্যাট বুথ ও স্ট্যান্ড উদ্বোধন করা হয়। এ সময় ভ্যাট কমিশনারেটের উপ-কমিশনার ফাতেমা খায়রুন নুর, রাজস্ব কর্মকর্তা আবুল খায়ের ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্যাট বুথ ও স্ট্যান্ড স্থাপন করা জায়গাগুলো হল নগরীর কাজীর দেউড়ির আউটার স্টেডিয়াম মাঠ, সিইপিজেডের প্রবেশ মুখ, আগ্রাবাদের সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের সামনে, জিইসি কনভেনশন সেন্টারের সামনের খোলা মাঠ ও কক্সবাজারের কলাতলী মোড়। এছাড়া চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট, জহুর হকার্স মার্কেট, গোলাম রসুল মার্কেট, টেরীবাজার, রিয়াজ উদ্দিন বাজার, সানমার ওশান সিটি ও চিটাগং শপিং কমপ্লেক্স। কক্সবাজারের আমিরাবাদ, বড়বাজার এবং লোহাগাড়ায়ও চারটি বুথ স্থাপন করা হয়।
অন্যদিকে চান্দগাঁও, পটিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান বিভাগের ক্ষেত্রে বিভাগীয় ভ্যাট দপ্তরের ডেস্ক থেকেও ভ্যাট সেবা প্রদান করা হচ্ছে। ভ্যাট বুথ ও ভ্যাট স্ট্যান্ডগুলোর কার্যক্রম সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে । আজ বৃহস্পতিবার দ্বিতীয় বারের মতো ভ্যাট বুথ ও স্ট্যান্ডে করদাতারা সংশ্লিষ্ট সব ধরনের সেবা পাবেন। এ বছরের জানুয়ারি থেকে এ কার্যক্রম শুরু হয়েছিল।
ভ্যাট কমিশনারেট সূত্রে জানা গেছে, ভ্যাট বুথের পাশাপাশি ইএফডিকে জনপ্রিয় করা, অনলাইনে ভ্যাট নিবন্ধন প্রদান, ভ্যাট রিটার্ন দাখিলসহ ভ্যাট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এসব স্ট্যান্ড ও বুথ বসানো হয়।

পূর্ববর্তী নিবন্ধশপথ নিলেন লোহাগাড়ার ৬ ইউপি চেয়ারম্যান
পরবর্তী নিবন্ধমোটরসাইকেলে লুকানো ছিল ৮ হাজার ইয়াবা