চট্টগ্রামের হজযাত্রীর উপহার হিসেবে স্ন্যাকস বক্স (খাবার) দিচ্ছে সমাজসেবার জন্য সুপরিচিত পিএইচপি ফ্যামিলি। গতকাল মঙ্গলবার ভোর ৫টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনায় যাওয়া প্রথম ফ্লাইটের ৪১৯ জন হজযাত্রীকে এই খাবার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ ও পিএইচপি ফ্যামিলির ডিজিএম ইনতেখাব আলম মান্না প্রমুখ।
সমাজসেবায় একুশে পদক পাওয়া সুফি মোহাম্মদ মিজানুর রহমান প্রতিষ্ঠিত পিএইচপি ফ্যামিলির সেবামূলক এই কাজের ভূয়সী প্রশংসা করেন হজযাত্রীরা।
পিএইচপি ফ্যামিলির ডিজিএম ইনতেখাব আলম মান্না বলেন, হজযাত্রীরা আল্লাহর মেহমান। আল্লাহর মেহমানদের সেবা করতে পেরে আমরা খুশি। পিএইচপি ফ্যামিলি জানিয়েছে, চট্টগ্রাম থেকে হজের শেষ ফ্লাইট পর্যন্ত তাদের এই খাবার বিতরণ কার্যক্রম চলবে। এই সময়ে ১০ হাজারের বেশি হজযাত্রী পাবেন পিএইচপির উপহার।
এবারের হজ মৌসুমে চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানের ২২টি ডেডিকেটেড ফ্লাইট মদিনা ও জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এসব ফ্লাইটে ১০ হাজারের বেশি হজযাত্রী পরিবহন করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।












