চট্টগ্রাম একাডেমিতে বেশ কিছু সংগঠন সাহিত্য আড্ডা ও কবিতা পাঠের আয়োজন করে, এই সাহিত্য আড্ডা নতুন ও পুরনো লেখকদের পদচারণায় মুখরিত হয়, এতে নিজের লেখা কবিতা পাঠের যেমন সুযোগ থাকছে তেমনি লেখালেখিতে যারা নতুন আসছে তারাও বেশ উপকৃত হচ্ছে, উৎসাহিত হচ্ছে। লেখালিখির ক্ষেত্রে সুস্থ ধারার সাহিত্য চর্চার কোনও বিকল্প নেই, এই আড্ডার মাধ্যমে নতুনদের সাথে পুরনোদের পারস্পরিক সম্পর্কে যেমন শ্রদ্ধাবোধ বাড়ছে তেমনি নতুনরা লেখার জীবনে বেশ ভালো দিক নির্দেশনা পাচ্ছে, এই আড্ডায় লেখক পাঠক সম্মিলন, কবিতা পাঠ, সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হচ্ছে যা চট্টগ্রামের লেখকদের এগিয়ে যাওয়া ও সাহিত্য চর্চায় বেশ অগ্রণী ভূমিকা পালন করছে, যার ফলে কবিতা, ছড়া, কলাম এবং সাহিত্যের বিভিন্ন মাধ্যমে মেধাবী লেখকরা বেরিয়ে আসছে এবং একজন লেখক হিসেবে আমরাও বেশ উপকৃত হচ্ছি, চট্টগ্রামের সাহিত্য চর্চা ও সাহিত্য সংগঠন লেখক গড়ার কারিগর, অনায়াসেই বলতে পারি।