চট্টগ্রামের সার্বিক উন্নয়নে বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে

এয়ারবেলের প্রকল্প হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা

| বুধবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামকে সত্যিকারের রাজধানী হিসাবে গড়ে তুলতে হলে পরিকল্পিত স্থাপনা গড়ে তুলতে হবে। এতে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে। মানুষের মৌলিক অধিকার সমূহের অন্যতম প্রধান আবাসন সমস্যা সমাধানে এবং পরিবেশবান্ধব ও পরিকল্পিত নগরায়ন গড়ে তুলতে ডেভেলাপার প্রতিষ্ঠান গুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নগরীর জামালখানস্থ এয়ারবেল হেলিয়ান্থাস প্রকল্প হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। নির্ধারিত সময়ের মধ্যে ডেভেলাপার প্রতিষ্ঠান এয়ারবেল ডেভেলাপার টেকনোলজিস লিমিটেড এয়ারবেল হেলিয়ান্থাস প্রকল্পের ফ্ল্যাট ও দোকান সমূহ গ্রাহকের সন্তুষ্টি সাপেক্ষে হস্তান্তর করা হয়।
এয়ারবেল ডেভেলাপার টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান লায়ন জি কে লালার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, জামাল খান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী, রিহ্যাব, চট্টগ্রাম চ্যাপ্টারের চেয়ারম্যান ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কৈয়ুম চৌধুরী, পরিচালক দিদারুল আলম চৌধুরী, মো. তানভীর, কোম্পানির পরিচালক আবদুর রব শাহীন, জেনারেল ম্যানেজার অরবিন্দু চৌধুরী, চীফ ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক অহিদ সিরাজ সিরাজ, চন্দনাইশ সমিতির সভাপতি আবু তাহের, সেক্রেটারি মাকসুদুর রহমান, দৈনিক আজাদীর চীফ রিপোর্টার হাসান আকবর, অধ্যাপক আজম খান, সহকারী মার্কেটিং ম্যানেজার শওকত হোসেন, প্রকল্প প্রকৌশলী প্রমিত দাশ, প্রকৌশলী মোবারক হোসেন, এইচ আর এডমিন শিল্পী রায়, সোমা দাশ, মো. ওমর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশপ্রেম চেতনা অটুট থাকলে জাতি এগিয়ে যাবে
পরবর্তী নিবন্ধজুনিয়র চেম্বার কসমোপলিটনের মেম্বার্স নাইট উদযাপন