চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেছেন, করোনাকালীনও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। সরকারের নিরলস প্রচেষ্টায় বর্তমানে দেশের প্রত্যেকটি উন্নয়ন কাজ দৃশ্যমান। দেশের অন্যান্য জেলার ন্যায় চট্টগ্রামের সার্বিক উন্নয়নে প্রত্যেককে আন্তরিকভাবে কাজ করতে হবে। চট্টগ্রামে যে সকল প্রকল্পের কাজ চলমান রয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। পাশাপাশি করোনা রোগীদের প্রয়োজনীয় চিকিৎসায় সরকারি-বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে আরো আন্তরিক হতে হবে। তিনি গতকাল মঙ্গলবার সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
করোনাকালীন বেসরকারি হাসপাতালগুলো রোগীদের কাছ থেকে গলাকাটা ফি আদায় করছে, স্ত্রীর সোনা-গয়না বিক্রি করে হাসপাতালের বিল পরিশোধ করতে হচ্ছে- রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুলের এমন বক্তব্যের আলোকে ডিসি বলেন, করোনা পরিস্থিতিতিতে বেসরকারি হাসপাতালগুলো বেপরোয়া ব্যবসা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু হাসান সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর (সদর), ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. আবু সাইদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাহাবউদ্দিন, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আক্তারুজ্জামান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।