বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেছেন, এই ফ্যাসিবাদ শেখ হাসিনা সরকারের দিন শেষ হয়ে এসেছে। এখন আর সময় নেই। এবার ফয়সালা হবে কীভাবে এই ফ্যাসিবাদ শেখ হাসিনা সরকারের পতন হবে। আগামী ১২ অক্টোবরের আগেই পদত্যাগ করুন, অন্যাথায় একটি সমাবেশে আপনাদের পতন কীভাবে হবে জনগণ সেটা নির্ধারণ করবে। আগামী ১২ তারিখের গণসমাবেশ হবে লাখো লাখো জনগণে জনসমুদ্্র। যেদিকে যাবে সেদিকে জনগণ আওয়ামী লীগ নেতা ও তাদের দোসরদের প্রতিহত করবে। পালানোর কোনো পথই তারা পাবে না।
গতকাল শুক্রবার বিকালে নগরীর নিউ মার্কেটের দোস্তবিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে আগামী ১২ অক্টোবর বিএনপির চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান বক্তার বক্তব্যে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, আগামী ১২ অক্টোবরের গণসমাবেশ হবে জনসমুদ্রে রূপান্তর। এই সমাবেশ থেকে হবে শেখ হাসিনার পতনের চূড়ান্ত ফয়সালার ডাক। আগামী ১২ অক্টোরের গণ-সমাবেশে দলে দলে জনগণের যে জনসমুদ্রে পরিণত হবে তাতেই শেখ হাসিনার অবৈধ ক্ষমতার মসনদ কেপে উঠবে। এই সরকার অবৈধ সরকার জোরদখল করে ক্ষমতা দখল করে রেখেছে। এই সরকারকে আর সুযোগ দেওয়া যাবে না এই বছরই হবে এই সরকারের শেষ সময় ইনশাল্লাহ। চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির আহবায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ।
সভায় বক্তব্য রাখেন বিভিন্ন উপজেলা বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ ও নেতাকর্র্মীরা। প্রেস বিজ্ঞপ্তি।