চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র মহোদয় ক্ষমতাগ্রহণের সাথে সাথে নগরের দখল হয়ে যাওয়া সব সড়ক ও ফুটপাত অচিরেই দখলমুক্ত হবে এমনটা প্রত্যাশা করছেন সচেতন নগরবাসী। কেননা আমরা দেখেছি ফুটপাত দখলের কারণে চট্টগ্রামের স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিতে পড়ুয়া কচি কচি ছেলে-মেয়েরা সড়কের উপর দিয়েই চলাচল করতে বাধ্য হচ্ছে। আবার কোথাও কোথাও সড়কের দু’পাশও দখলে নিয়েছে হকাররা। যার কারণে প্রতিনিয়ত ঘটে চলেছে ছোট- ছোট দুর্ঘটনা, অনেক সময় বড় দুর্ঘটনাও ঘটে। আন্দরকিল্লা সিটি কর্পোরেশনের অতি সন্নিকটে সিরাজুদৌল্লাহ রোডে ফুটপাতের উপর বাজার। ফুটপাত দখলকারীরা এত শক্তিশালী যে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এদের কিছুই করতে পারছে না। মাঝে মাঝে মোবাইল কোর্ট পরিচালনা করা হলেও আবার বসে পড়ে বাজার, তবে কি এরা আইনের উর্ধ্বে। নগরের বহদ্দারহাট, আন্দরকিল্লা, মুরাদপুর, ২নং গেট, জিইসি মোড়, নিউমার্কেট, আগ্রাবাদ, কদমতলী, দেওয়ানহাট, কাজীর দেউড়ি, অঙিজেন মোড়, কাপ্তাই রাস্তার মাথা, নতুন ব্রিজ সর্বত্র ফুটপাত দখল করে আছে অবৈধ দখলবাজরা। এর মাঝে রাস্তার দু’পাশ দখল করে রেখেছে ট্রাক, বাস ও কিছু প্রাইভেট গাড়ি। বাহির সিগন্যাল এলাকায় পুরো রাস্তা দখল করে আছে বালিবাহী ট্রাক। যানবাহন রাস্তায় দাঁড়িয়ে থাকার কারণেও দুর্ঘটনা ঘটে। তাই যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করা জরুরি। তাই চট্টগ্রামের সব সড়ক অবৈধ দখলমুক্ত করা হোক নতুন মেয়রের প্রথম উদ্যোগ।
আজগর আলী সোহেল, জামাল খান, চট্টগ্রাম।