চট্টগ্রামের শুভ সারেগামাপার মূল পর্বে

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ১৪ জুন, ২০২২ at ৭:৫৮ পূর্বাহ্ণ

 

 

জি বাংলা সারেগামাপার অডিশন পর্বে চট্টগ্রামের ছেলে উত্তীর্ণ হয়ে মূল পর্বে স্থান করে নিয়েছেন। গত রবিবার অডিশন পর্ব প্রচারিত হয়। শুভ মান্না দে এবং অখিলবন্ধু ঘোষের দুটি গান গাইতে শোনা গেছে।

পশ্চিমবঙ্গে সংগীতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘জি বাংলা সারেগামাপা’র নতুন সিজন শুরু হয়েছে। অডিশন পর্বে পাস করে শুভ পৌঁছে গেছেন মূল প্রতিযোগিতা পর্বে।

এবারের আসরের উপস্থাপক অভিনেতা আবীর চট্টোপাধ্যায়। বিচারক হিসেবে আছেন পণ্ডিত অজয় চক্রবর্তী, শান্তনু মৈত্র, শ্রীকান্ত আচার্য, রিচা শর্মা। শুভর পরিবেশনা শেষে শ্রীকান্ত আচার্য বলেছেন, আমি ভাবছি যে তোমাকে আরেকটা গান গাইতে বলি। পণ্ডিত অজয় চক্রবর্তী বলেছেন, খুব ভালো তোমার কণ্ঠস্বর। অলংকরণগুলো আরেকটু পরিষ্কার করে নিও। চট্টগ্রামের ছেলে শুভ। ইউটিউবে তার একটি চ্যানেল রয়েছে। তিনি মূলত আধুনিক বাংলা গান গেয়ে থাকেন।

পূর্ববর্তী নিবন্ধএবার তুরস্কের শিল্পীর কণ্ঠে ইমরানের গান
পরবর্তী নিবন্ধশত পর্বে যমজ জাহিদ