চট্টগ্রামের শিক্ষার চ্যালেঞ্জ মোকাবিলায় টিচ ফর বাংলাদেশ ও ফ্রোবেল একাডেমির উদ্যোগে ‘চট্টগ্রাম রাইজিং: দ্যা নেক্সট ওয়েভ ইন এডুকেশন’ শীর্ষক একটি শিক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকালে বায়েজিদ থানার বঙ্গবন্ধু এভিনিউর ফ্রোবেল একাডেমিতে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এসময় সংলাপে বক্তারা বলেন, সামপ্রতিক রাজনৈতিক অস্থিরতা ও ভয়াবহ বন্যার কারণে শিক্ষার্থী ও শিক্ষকদের উপর ব্যাপক প্রভাব পড়েছে। এই অবস্থায় বাংলাদেশের শিক্ষা খাতের জরুরি সমস্যাগুলি সমাধানে সহযোগিতামূলক আলোচনা ও কৌশল তৈরির একটি মাধ্যম তৈরি করতে হবে।
আলোচনায় অংশ নেন, ফ্লোবেল একাডেমির পরিচালক তাহসিন জোহার, টিচ ফর বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মুলিয়া ইসলাম মজুমদার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আবদুর রহমান এবং বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের (ধ২র) প্রোগ্রামের অ্যাক্সেসিবিলিটি বিষয়ক জাতীয় পরামর্শক ভাস্কর ভট্টাচার্য। আরও উপস্থিত ছিলেন ১৫টিরও বেশি স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষার্থী এবং টিচ ফর বাংলাদেশের ফেলোরা। অনুষ্ঠানটি চট্টগ্রাম এবং তার বাইরের জন্য একটি স্থিতিস্থাপক এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য উদ্ভাবনী সমাধান, সহযোগিতামূলক পদ্ধতি এবং ভবিষ্যত–কেন্দ্রিক কৌশলগুলিকে প্রদান করবে বলে জানান বক্তারা।
২০১২ সাল থেকে টিচ ফর বাংলাদেশ তার ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষাগত সমতা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে, যার মাধ্যমে ২৯০ জনের বেশি এলামনাই একটি কাঠামোগত পরিবর্তনের জন্য কাজ করছে। নিবেদিত অংশীদার হিসেবে ফ্রোবেল একাডেমি এই প্রতিশ্রুতিতে সহমত প্রকাশ করে, যেখানে শিক্ষার্থীদের জন্য উদ্ভাবনী শিক্ষাদানের পদ্ধতিগুলোকে সমর্থন প্রদান করা হচ্ছে। এই এডুকেশন ডায়ালগে শিক্ষাবিদ, নীতিনির্ধারক এবং কমিউনিটি নেতাদের একত্রিত করা হয়, যারা সবাই বাংলাদেশের জন্য একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক এবং ভবিষ্যতকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে কাজ করছেন।