চট্টগ্রামের লোকজ সংস্কৃতি বিশ্বব্যাপী সমাদৃত

মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার মোশাররফ

| রবিবার , ৩১ জানুয়ারি, ২০২১ at ৭:৪৬ পূর্বাহ্ণ

বীর চট্টগ্রাম আন্দোলন সংগ্রামে যেমন পুরোধা ভূমিকা রেখেছে তেমনি সংস্কৃতি চর্চায়ও অগ্রণী ভূমিকা রেখেছে। হাজার বছরের গৌরবময় বাঙালি সংস্কৃতির আধার চট্টগ্রামের লোকজ সংস্কৃতি। ঋদ্ধ সংস্কৃতির ভুবনে বিরাট দখল এখানকার কবি গান, মাইজভাণ্ডারী গান, মরমী গান, মারফতি গান, মুরশিদি গান, কাওয়ালী গান, আঞ্চলিক গান প্রভৃতি। যুগের আবর্তনে ও ডিজিটাল প্রযুক্তির অবাধ ব্যবহারে আজ এসব সংস্কৃতি হারাতে বসেছে। এসব চিরায়ত সংস্কৃতির পুনঃরুদ্ধারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটকে দায়িত্ব নিতে হবে। কারণ চট্টগ্রামের লোকজ সংস্কৃতি বিশ্বব্যাপী সমাদৃত ও অলংকৃত।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন একথা বলেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ গতকাল শনিবার দুপুর ২টায় নগরীর একটি হোটেলের কার্যালয়ে সংগঠনের সভাপতি অধ্যাপক অ্যাড. কামরুন নাহার বেগম ও সাধারণ সম্পাদক আবুল বশরের নেতৃত্বে তার সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময়ে মিলিত হন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরী, অধ্যাপক ববি বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদ স ম জিয়াউর রহমান, মাহাফুজ উল্লাহ চৌধুরী সুমন, মো. হাসান মুরাদ, মো. গোলাম রহমান, কাজী ওমর ফারুক, মাসুমা কামাল আঁখি, সাজেদা বেগম সাজু, অধ্যাপক সুমন দত্ত, মো. আমিন চৌধুরী, জামদেশ রাসেল, ডা. সাগর চন্দ্র দে, ডা. হারাধন দাশ, জয়া চৌধুরী, কানিজ ফাতেমা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটিকা নিয়ে গুজবে সাড়া না দেওয়ার আহ্বান
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে পৌঁছেছে সাড়ে ৪ লাখ ডোজ করোনা ভ্যাকসিন