চট্টগ্রামের লায়নদের কাজ আন্তর্জাতিক অঙ্গনে উদাহরণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন লায়ন্স ইন্টারন্যাশনাল দ্বিতীয় ভাইস প্রেসিডেন্ট লায়ন ডা. মনোজ কুমার রামনিকলাল শাহ। এসময় তিনি লায়নদের বিভিন্ন সেবামূলক কাজ ‘বেস্ট অ্যাম্বাসেডর’ হয়ে বিশ্ব দরবারে তুলে ধরবেন বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
গতকাল শুক্রবার প্রথমবার চট্টগ্রামে সফরে আসেন লায়ন ডা. মনোজ কুমার রামনিকলাল শাহ। সঙ্গে ছিলেন তার স্ত্রী লেডি ইন্টারন্যাশনাল সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন জয়না শাহ। চট্টগ্রাম আগমন উপলক্ষে এদিন তাদের বর্ণাঢ্য সংবর্ধনা দেয় লায়ন জেলা ৩১৪–বি৪। দুপুরে চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউটের সামনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর তিনি চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট পরিদর্শন করেন। এরপর প্রবর্তক সংঘে পাঁচটি লায়ন্স ক্লাবের উদ্যোগে অনাথদের মাঝে খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
লায়ন জেলা ৩১৪–বি৪ এর নেতৃবৃন্দ জানিয়েছেন, লায়ন্স ইন্টারন্যাশনালের সর্বোচ্চ নেতা হিসেবে লায়ন ডা. মনোজ কুমার রামনিকলাল শাহ–ই প্রথম ব্যক্তি যিনি চট্টগ্রাম সফর করেন। এদিকে গ্রান্ড রিসিপশনে দৈনিক আজাদী সম্পাদক ও প্রাক্তন জেলা গভর্নর লায়ন এম এ মালেকের ভূয়সী প্রশংসা করে লায়ন ডা. মনোজ কুমার রামনিকলাল শাহ বলেন, অত্যন্ত প্রবীণ এক লায়নের (আজাদী সম্পাদক) সঙ্গে সাক্ষাৎ করা আমার জন্য আনন্দের। তিনি ৬৩ বছরেরও বেশি সময় ধরে লায়ন সদস্য হিসেবে সেবা দিয়ে আসছেন। তিনি এখনও সক্রিয়ভাবে একজন লায়ন সদস্য হিসেবে কাজ করে যাচ্ছেন। এটি লায়নদের প্রতি তার ভালোবাসা, আবেগ ও অঙ্গীকারের অনন্য দৃষ্টান্ত। তিনি আজাদী সম্পাদকের উদ্দেশে বলেন, ‘সৃষ্টিকর্তা আপনাকে আশীর্বাদ করুন, আপনাকে সুস্বাস্থ্য দান করুন এবং আমরা চাই আপনি আরও বহু বহু বছর লায়ন হিসেবে সেবা দিয়ে যান’।
লায়ন জেলা ৩১৪–বি৪ এর আতিথেয়তায়ও মুগ্ধতা ও উচ্ছ্বাস প্রকাশ করেন লায়ন ডা. মনোজ কুমার রামনিকলাল শাহ। তিনি বলেন, আমরা যে অভ্যর্থনা পেয়েছি অত্যন্ত হৃদয়গ্রাহী। এসময় বিমানবন্দরে পাওয়া উষ্ণ অভর্থ্যনা ও লায়নদের ঐক্যবদ্ধ উদ্যোগে মুগ্ধ হয়েছেন বলেও জানান তিনি।
লায়ন ডা. মনোজ কুমার রামনিকলাল শাহ বলেন, একজন নির্বাহী কর্মকর্তা হিসেবে আমার প্রথম চট্টগ্রাম সফর। কিন্তু আমি প্রতিশ্রুতি দিতে চাই এবং নিশ্চিতভাবেই বলছি, এটা বাংলাদেশে এবং অবশ্যই চট্টগ্রামে আমার শেষ সফর নয়। আমি ও জয়না (তার স্ত্রী) ফিরে গিয়ে আমরা চট্টগ্রামের লায়ন ও বাংলাদেশের লায়নরা যে কাজ করছেন তা আর্ন্তজাতিক পরিসরে তুলে ধরব।
এসময় জেলা গভর্নরের নেতৃত্বের প্রশংসা করে চলমান সেবামূলক কার্যক্রম আরো বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট পরিদর্শন শেষে তিনি বলেন, এখানে এসে আমি সত্যিই আনন্দিত। চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউটে আপনারা যে অসাধারণ সেবা কার্যক্রম পরিচালনা করছেন, তা দেখে আমি মুগ্ধ। ২০২৫ সালে শুধু এই প্রতিষ্ঠান থেকেই ১১ হাজারেরও বেশি মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া হয়েছে। এর অর্থ হলো প্রতি মাসে প্রায় এক হাজারের বেশি সফল চক্ষু অস্ত্রোপচার। এটি নিঃসন্দেহে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত।
লায়ন ডা. মনোজ কুমার রামনিকলাল শাহ বলেন, ভারত ও আফ্রিকার বহু চক্ষু হাসপাতাল পরিদর্শনের অভিজ্ঞতা থেকে আমি দৃঢ়ভাবে বলতে পারি, চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট সত্যিই সেরাদের মধ্যে সেরা। এটি এক কথায় টেম্পল অব সার্ভিস (সেবার মন্দির)। দক্ষ নেতৃত্ব, এই প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাবে। ভবিষ্যতেও এই সেবামূলক কার্যক্রমে লায়ন্স ইন্টারন্যাশনালের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন লায়ন জেলা ৩১৪–বি৪ এর জেলা গর্ভনর মোসলেহ উদ্দিন আহমেদ অপু ও লায়ন্স ইন্টারন্যাশনালের আর্ন্তজাতিক পরিচালক লায়ন নাজমুল হক। কেবিনেট সেক্রেটারি লায়ন মোহাম্মদ আবু মোর্শেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন লেডি ইন্টারন্যাশনাল সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন জয়না শাহ, পিডিজি লায়ন এম এ মালেক, পিডিজি লায়ন কামরুন মালেক, লায়ন মওলুদা খাতুন, গ্যাট এরিয়া লিডার সিএ৬ লায়ন কাজী সাইফুল ইসলাম, কাউন্সিল চেয়ারপার্সন লায়ন আশরাফ হোসেন খান হিরা, লায়ন ফাতেমা কাদির হুমা, রিসিপশন কমিটির চেয়ারম্যান লায়ন এ কে এম গোলাম কিবরিয়া, পিডিজি বেনজীর আহমেদ, পিডিজি মোহাম্মদ মোস্তফা কামাল, মাল্টিপল ডিস্ট্রিক সেক্রেটারি লায়ন রমজান খান, আইপিডিজি লায়ন কোহিনূর কামাল, প্রথম জেলা ভাইস গর্ভনর মো. কামরুজ্জাান লিটন, ২য় ভাইস জেলা গর্ভনর লায়ন আবু বক্কর সিদ্দিকী ও কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মোহাম্মদ শহীদুল্লাহ।
এদিকে প্রবর্তক সংঘে অনাথদের মাঝে খাদ্য বিতরণ করা হয় লায়ন অশেষ কুমার উকিলের তত্ত্বাবধানে। স্পন্সর করে লায়ন্স ক্লাব অব চিটাগং সিটি, লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশী, লায়ন্স ক্লাব অব চিটাগং মহানগর, লায়ন্স ক্লাব অব রোজ ভ্যালি ও লায়ন্স ক্লাব চিটাগং প্রগ্রেসিভ ওয়েস্ট।












