ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও তরুণ রাজনীতিক সাঈদ আল নোমান বলেছেন, বর্ষীয়ান রাজনীতিবিদ, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান চট্টগ্রামের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। তিনি চট্টগ্রামকে ভালবাসতেন এবং হৃদয়ে ধারণ করতেন। তাঁর সন্তান হিসেবে আমিও চট্টগ্রামের উন্নয়ন, রাজনীতি, শিক্ষা ও সমাজ সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।
গত ২৬ মার্চ বিকেলে নগরীর রেডিসন হোটেলে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে স্বাগত বক্তব্যে সাঈদ আল নোমান এ কথা বলেন। তিনি বলেন, আপনাদের দোয়া ও ভালবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। সাংবাদিক ভাইদের যেকোনো পরামর্শ আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে। আমি আপনাদের কাছে শুধু প্রশংসা প্রত্যাশা করব না। আমি চাই চলার পথে আমার দোষ–ত্রুটি আপনারা আমাকে ধরিয়ে দেবেন। সাঈদ তার মরহুম পিতা আবদুল্লাহ আল নোমানের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন এবং চট্টগ্রামে অনুষ্ঠিত জানাজায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হওয়ায় তিনি চট্টগ্রামবাসীকে তার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইফতার মাহফিলে সাঈদ আল নোমান জুলাই বিপ্লবে আহত ২২ জন্য ছাত্র, দৃষ্টি প্রতিবন্ধী ১১ জন শিক্ষার্থী ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ৩৮ জন মেধাবী শিক্ষার্থীকে নগদ ৪ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি ও সনদপত্র তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।