চট্টগ্রামের ক্যাথলিক খ্রিস্টভক্তদের আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি পাল্লিউম (আর্চবিশপীয় প্রতীক) বসনে ভূষিত হয়েছেন। ‘পাল্লিউম’ হল উলের তৈরি একটি পোশাক বিশেষ যা পোপ একজন আর্চবিশপকে পরিয়ে দেন। ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের প্রতিনিধি, বাংলাদেশে নিযুক্ত ভাটিকান রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচেরে গতকাল শুক্রবার সকালে নগরীর সেন্ট প্লাসিড’স্ স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপাসনা অনুষ্ঠানের মধ্য দিয়ে পাল্লিউম বসনে আর্চবিশপকে বিভূষিত করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনীর সকল বিশপগণ এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ১৬০০ খ্রিস্টভক্ত।
এর আগে ২২ মে লরেন্স সুব্রত হাওলাদার কোভিড-১৯ এর ঊর্ধ্বগতি থাকায় অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের মেট্রোপলিটন আর্চবিশপরূপে অধিষ্ঠান লাভ করেন এবং চট্টগ্রামের ক্যাথলিক খ্রিস্টভক্তগণের পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।