চট্টগ্রামের মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পুরস্কার লাভ

| সোমবার , ১৫ জুলাই, ২০২৪ at ৯:১৩ পূর্বাহ্ণ

মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান’প্রতিপাদ্যে মাদকদ্রব্যের ব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস প্রতিবারের ন্যায় এবারো উদযাপন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল সকাল ৮টায় রমনা পার্ক থেকে শুরু হয় বর্ণাঢ্য র‌্যালি। মাদকবিরোধী বিভিন্ন স্লোগানে সুসজ্জিত টি শার্ট, ক্যাপ, প্লেকার্ড ও ব্যানার নিয়ে মৎস্য ভবন হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয় র‌্যালিটি। বেলা ১১ টায় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং শুরু হয় পুরস্কার বিতরণী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান এমপি। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ এমপি ও সুরক্ষা সেবা বিভাগের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মশিউর রহমান। প্রধান অতিথির বক্তব্যের পূর্বেই চারটি বিভাগের ছাত্রছাত্রীদের চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণ ছাড়াও বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোর উন্নতমানের সেবা প্রদানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মূল্যায়নে জাতীয় পর্যায়ে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন যারা তাদেরকে পুরস্কৃত করা হয়। দ্বিতীয়বারের মতো এবারও তৃতীয় স্থান অধিকার করেছে চট্টগ্রামের ফয়েজ লিকে অবস্থিত মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি থেকে পুরস্কার গ্রহণ করেন হেল্প মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক মোরশেদ আলম শিপন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২৯ নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড আ’লীগের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধকোপার শিরোপা আর্জেন্টিনারই