চট্টগ্রামের মহিলা সাঁতারুদের বাছাই কার্যক্রম ৫ আগস্ট

| বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ at ৮:১৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আগামী ২২ ও ২৩ আগস্ট রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স, ধানমন্ডির সুইমিংপুলে আন্তঃ জেলা বয়সভিত্তিক মহিলা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চট্টগ্রাম জেলা মহিলা সাঁতার দল গঠনকল্পে চট্টগ্রামের মহিলা সাঁতারুদের বাছাই কার্যক্রম আগামী ৫ আগস্ট সকাল ১০ টায় সিজেকেএস সুইমিংপুলে অনুষ্ঠিত হবে।

বাছাই কার্যক্রমে অংশগ্রহণে আগ্রহী ০৮ হতে ১৪ বছর বয়সী মহিলা সাঁতারুদের পিএসসি/জেএসসির সার্টিফিকেট অথবা জন্মনিবন্ধনের ফটোকপি, ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি ও সাঁতারের পোশাকসহ উল্লেখিত তারিখ ও সময়ে সিজেকেএস সুইমিংপুলে উপস্থিত থাকতে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইংল্যান্ড দলে নেই স্টোকস আর ভারতে নেই বুমরাহ
পরবর্তী নিবন্ধকোপা আমেরিকায় উরুগুয়েকে উড়িয়ে ফাইনালে ব্রাজিল