টানা দ্বিতীয়বার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হলেন চট্টগ্রামের মনজুর আলম মনজু ও প্রথমবারের মত বিসিবি পরিচালক নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের আরেক ক্রীড়া সংগঠক আহসান ইকবাল চৌধুরী আবীর। ২০২১ সালের নির্বাচনে প্রথমবারের মত বিসিবির পরিচালক নির্বাচিত হয়েছিলেন মনজু। অন্যদিকে অনেকটা নাটকীয়ভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন আবীর।











